শেরপুরে সরকারি বোরো সংগ্রহ অভিযান শুরু

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার শেরপুর এলএসডি খাদ্যগুদামে এবারের বোরো সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক।

Sherpur-1-1
বোরো সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সদর উপজেলা চেয়ারম্যান মো. সানোয়ার হোসেন ছানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর ইউএনও হাবিবুর রহমান হাবীব, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম সেলিম, প্যানেল মেয়র নজরুল ইসলাম, এসএমও আসাদুজ্জামান খান, ব্যবসায়ী নেতা প্রকাশ দত্ত, ফখরুল মজিদ খোকন প্রমুখ।

জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা খাদ্য সংগ্রহ কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় চালকল মালিকরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মওসুমে শেরপুর জেলায় ৪০ হাজার ৭০৮ মেট্রিক টন চাল এবং এক হাজার ৮২১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। চাল প্রতি কেজি ৩২ টাকা এবং ধান প্রতি কেজি ২২ টাকা দর নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইতোমধ্যে ৩৬০ জন চাউল কল মালিকের সাথে চুক্তি করা হয়েছে। আগামী ৩০ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।