ইটনার হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু, বাবা-ভাই আহত

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: ইটনায় বজ্রপাতে গোপাল দাস (১৮) নামে এক জেলে নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা মহারাজ দাস (৪৮) ও বড় ভাই যশোরাজ দাস (২৩)। আশঙ্কাজনক অবস্থায় মহারাজ দাসকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, ইটনার ধনপুর এলাকার জেলে  মহারাজ দাস তার দু ছেলেকে নিয়ে আজ শুক্রবার ভোরে হালকা বৃষ্টির মধ্যে মাছ ধরতে দৈলং এলাকার হাওরে যান। কাজলীকোনার বাঁধের কাছে পৌঁছানোর পর বজ্রপাতে গোপাল দাস ঘটনাস্থলেই মারা যায়। অন্য দুজন আহত হন। তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মহারাজ দাসের অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।