উন্মুক্ত বাজেট ঘোষণা করল শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়ন

রেজাউল করিম, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে এক সভায় ১৫ লাখ ৭৩ হাজার ২৮২ টাকার এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে ২০১৫-১৬ অর্থ বছরের ব্যয় নির্ধারণ করা হয় ১১ লাখ ৯৮ হাজার ৫৮৮ টাকা। চলতি বছর রানীশিমুল ইউনিয়নের ব্যয় ছিল ৭৬ লাখ ৫২ হাজার ৪৫৮ টাকা।

বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবু শামা কবির। উপজেলা নির্বাহী অফিসারের  প্রতিনিধি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, এডিপির প্রতিনিধি নয়ন চিছিম, কৃষি বিভাগের শহিদুর রহমান, ফোরকান আলী সাংবাদিক রেজাউল বকুল, মিজানুর রহমানসহ অন্যরা।