মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ার চিহ্নিত মানবপাচারকারী জাহাঙ্গীর হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার লতাচাপলী গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, কুয়াকাটার যুবক আলমগীর,আল-আমিন, মিরাজ ও বাহাদুরকে মালয়েশিয়া পাঠানোর নাম করে এক লাখ টাকা নিয়ে থাইল্যান্ডের জঙ্গলে আটকে গত তিনমাস ধরে নির্যাতন করে। জঙ্গল থেকে পালানোর সময় মালয়েশিয়া পুলিশ ওই চার যুবককে গ্রেফতার করে। বর্তমানে তারা মালয়েশিয়ার জেলহাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মানবপাচারকারী দলের মূল নেতা জাকির এখনও পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান, জাহাঙ্গীর বর্তমানে আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছে। তার বাড়ি লতাচাপলী ইউনিয়নের তাজেপাড়া গ্রামে।