রতন সিং, দিনাজপুর: র্যাবের অভিযানে ধরা পড়েছে রেজাউল হত্যার তিন আসামি। এসময় রেজাউলের ছিনতাই হয়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার হয়।
৪ মার্চ চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রেজাউলের মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে আগুন পুড়িয়ে হত্যা করা হয়।
র্যাবের দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর মো. আব্দুল্লাহ আল মাহমুদ রাজুর নেতৃত্বে একটি দল নওগাঁ ও দিনাজপুরে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে।
নওগাঁ জেলার মান্দা থানার ভারশো থেকে মৃত আকবর আলী সরদারের ছেলে মো. সুইট আলমকে (২৪) গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ভানোর ডালপাড়ার মো. বজিরউদ্দীনের ছেলে মো. হাসান জামিল (২৭) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার দক্ষিণ পলাশবাড়ীর মাহতাব উদ্দীন শাহের ছেলে মেকদাদ বিন মাহাতাব পলাশকে (২৪) গ্রেফতার করেন।
ছিনতাইকৃত মোটরসাইকেলটি বালিয়াডাঙ্গীর কমলদা গ্রাম থেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত এসব তথ্য জানান।