জিসান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গোপালগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

হায়দার হোসেন, গোপালগঞ্জ: মেধাবী ছাত্র জিসান মুন্সি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চেয়ে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।  মিছিল নিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা।

Jisan murder protests in gopalganjসমাবেশে নিহত জিসানের বাবা আজাহার মুন্সী, যুবলীগ নেতা জাহেদ মাহমুদ বাপ্পী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহসিন উদ্দিন সিদকার, স্কুলের ছাত্র হাফিজুর রহমান শান্ত, তাসমিম হাসান সুমনসহ অন্যরা।

এর আগে গোপালগঞ্জবাসীর ব্যানারে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে এর একটি কপি হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা শেষ করে মেধাবী ছাত্র জিসান মুন্সি ঢাকায় তার বাবার কাছে বেড়াতে যায়। ১৩ মে ধানমন্ডি লেকের কাছে সন্ত্রাসীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারত্মক আহত করে। পরের দিন জিসান হাসপাতালে মারা যায়।