ডিজিটাল শিক্ষার আওতায় আসল শেরপুর সরকারি কলেজ

হাকিম বাবুল, শেরপুর: শেরপুর সরকারি কলেজে মাল্টিমিডিয়া ক্লাশ চালু হয়েছে।  বৃহস্পতিবার অর্থনীতি বিভাগে মাল্টিমিডিয়া ক্লাশরুম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. এ কে এম  রিয়াজুল হাসান। এদিন কলেজের অনার্স ও মাস্টার্সের ১৪টি বিভাগসহ এইচএসসি ও স্নাতক (পাস) শ্রেণির ৫২টি ক্লাশরুমকে মাল্টিমিডিয়া ক্লাশরুমে পরিণত করার জন্য বিভাগীয় প্রধানদের কাছে ল্যাপটপ, ইন্টারনেট মডেম, প্রজেক্টর ও পর্দা হস্তান্তর করা হয়। প্রতিটি বিভাগেই ইন্টারনেট সংযোগ দেওয়া হয়।

অধ্যক্ষ জানান, কলেজের ৬৪ জন শিক্ষকের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাশরুম ও আইসিটি বিষয়ে ১৩ জন প্রশিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা পরে কলেজের অন্য শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন। কলেজের একটি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ল্যাব স্থাপিত হয়েছে।