তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই, তীব্র খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল

কাজী শাহেদ, রাজশাহী: খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল। জৈষ্ঠ্যের শুরু থেকেই রাজশাহীর ওপর দিয়ে হালকা থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। প্রায় দু সপ্তাহ ধরে রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।  বৃহস্পতিবার রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, গত ১৯ মে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ২০ মে রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দু সপ্তাহ আগে ভারি বৃষ্টির পর থেকে টানা তাপদাহ চলছে। ফলে তপ্ত মাটি ভিজে যাওয়ার মতো এক পশলা বৃষ্টির দিকে মানুষ তাকিয়ে আছে। ভ্যাপসা গরমে মানুষের সাধারণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দুপুরে নগরীর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে পড়ছে। মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বেরুতে ভয় পাচ্ছে। সূর্যতাপে যেন শরীরের চামড়া পুড়ে যাওয়ার অবস্থা।

অসহনীয় গরমে গাছে থাকা আম ও লিচু শুকিয়ে ঝর যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ বিবর্ণ আকার ধারণ করেছে।