রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুরে ): ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কারণে পিরোজপুরের কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মো. লুৎফর রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর হোসেন বরিশাল বোর্ড চেয়ারম্যানের নির্দেশে এ নোটিশ দেন (স্মারক নং: বশিবো/পনি/উমা/২০১৫/৭০৮)।
নোটিশে বলা হয়, কাউখালী মহিলা কলেজ কেন্দ্রে গত বুধবার এইচএসসি রসায়ন (তত্ত্বীয়) প্রথমপত্রের বহুনির্বাচনি প্রশ্নে ২০১৫ সালের সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষা ২০১৪ সালের সিলেবাসের প্রশ্নপত্রে নেওয়ার বিষয়টি সুষ্ঠু পাবলিক পরীক্ষা পরিচালনায় ব্যর্থতার শামিল।
নোটিশে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে কেন অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হবে না সেজন্য কারণ দর্শাতে বলা হয়েছে। চার দিনের মধ্যে কলেজ অধ্যক্ষকে লিখিত জবাব দেওয়ার সময় বেঁধে দিয়েছে বোর্ড। নোটিশটি বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামও কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার অনুষ্ঠিত রসায়ন প্রথম পত্রের বহুনির্বাচনি পরীক্ষা ২০১৪ সালের প্রশ্নপত্র দিয়ে নেওয়া হয়। এতে এ কেন্দ্রে অংশ নেওয়া বিজ্ঞান বিভাগের ৩২ পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে শিক্ষার্থী ও প্রশাসনে তোলাপাড় শুরু হয়। প্রশ্নপত্র বিভ্রাটের কারণে কাউখালী মহাবিদ্যালয়ের এসব শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে বলে জানান ওই কলেজের অধ্যক্ষ।