মাদকসম্রাট গোপালসহ রাজনগরে ৩ মাদক ব্যবসায়ী আটক

আজিজুল ইসলাম, মৌলভীবাজার: রাজনগরে মাদকসম্রাট গোপালসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার মাথিউড়া চা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি বাদী হয়ে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডিএডি হাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল মাথিউড়া চা বাগানে অভিযান চালায়। এ সময় রাজনগরের মাদক সম্রাট হিসেবে পরিচিত গোপাল রাজভর (২৩) ও তার ভাই প্রমেশ রাজভর (৩৩) এবং তাদের সহযোগী রণজিত রবিদাসকে (৩৫) আটক করা হয়।

তাদের কাছে থেকে  এক কেজি গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, পাঁচ বোতল বিদেশি মদ, এক বোতল এসি ব্ল্যাক, এক বোতল রয়েল স্ট্যাগ, এক বোতল ভদকা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়।

drug smugler arrested in Rajnagar, Maulvibazar
গোপাল (লাল গেঞ্জি পরা) ও তার সহযোগীরা।

এদিকে গোপাল রাজভর আটক হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাজনগর উপজেলার বিভিন্ন স্পটে সে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এর আগেও সে পুলিশের হাতে আটক হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিল্লোল রায় বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের আটক করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। এদের জেলহাজতে পাঠানো হয়েছে।