জয়নাল আবেদীন, রংপুর: মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের কানুদাসপাড়া গ্রামে প্রদর্শনী মাঠে জিংকসমৃদ্ধ ব্রি ধান৬৪ কাটা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মাঠ দিবসে ধানটির চাষপদ্ধতি, ফলন ও খাদ্যমান সম্পর্কে অন্যান্য কৃষকদের ধারণা দেওয়া হয়।
দুপুরে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জমিতে ধান কেটে মাঠ দিবসের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার হায়দর, মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা খোরশেদ আলম,স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামানিক।
উচ্চফলনশীল অন্যান্য জাতের ধানের মতোই ব্রি ধান৬৪ এর চাষ ও পরিচর্যা করতে হয়। এর প্রতি কেজি চালে ২৪ মিলিগ্রাম জিংক থাকে যা প্রচলিত অন্যান্য জাতের চেয়ে আট মিলিগ্রাম বেশি। এর চাল মানুষদের বিশেষ করে নারী ও শিশুদের জিংক ঘাটতির ফলে সৃষ্ট রোগবালাই থেকে মুক্ত রাখতে সহায়ক।