সুন্দরবনের ট্যাংরার খাল থেকে ১২ জেলেকে অপহরণ করেছে শান্ত বাহিনী, মুক্তিপণ দাবি

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সুন্দরবনের ট্যাংরার খাল এলাকা থেকে ছয়টি নৌকাসহ ১২ জেলেকে অপহরণ করেছে শান্ত বাহিনী। মুক্তিপণের দাবিতে জেলেদের শেলা নদীর উরুবুনিয়ায় ভারানী খালে জিম্মি করে রেখেছে বনদস্যু বাহিনীটি। অপহৃত জেলেদের বাড়ি মংলার কচুবুনিয়া ও জিউধারা এলাকায়।

জেলে ও মহাজনদের কাছ থেকে জানা গেছে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) আন্ধারমানিক টহল ক্যাম্প সংলগ্ন ট্যাংরার খাল এলাকায় মাছ ধরার সময় বৃহস্পতিবার ভোরে শান্ত বাহিনী জেলেদের ওপর হামলা চালিয়ে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।  নৌকাপ্রতি বনদস্যুরা ১৫ হাজার টাকা চেয়েছে। নগদ টাকা দিতে না পারলে টাকার বিনিময়ে বাজার (খাবার ও অন্যান্য রসদ) দাবি করেছে দস্যুরা।