পাচারের শিকারদের ফিরিয়ে আনা ও পুনর্বাসনের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: পাচার হয়ে যাওয়া সাগরে ভাসমান মানুষদের ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, পাচারের শিকার নিখোঁজ, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং মানব পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ZAINAL RANGPUR MANOB PHOTO 23.05.2015
পাচার হওয়া মানুষদের দ্রুত ফিরিয়ে আনা ও পুনর্বাসনের দাবিতে রংপুরে মানববন্ধন

বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মানব পাচারের মত ঘটনার পরেও সরকারের নিরবতা ও নিস্ক্রিয়তায় দেশবাসী বিস্মিত। দেশের মানুষ পাচারের শিকার হয়ে নিখোঁজ কিংবা মৃত্যুর প্রহর গুনছে অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্বজনহারা মানুষের কান্না ও আহাজারি দেখেও সরকার যখন নিরব থাকে তখন একথাই প্রমাণ হয় যে,  পাচারের শিকার হওয়া মানুষদের রক্ষায় যেন তাদের কোন দায় নেই।

নেতৃবৃন্দ মানব পাচারের মত জঘন্য ও বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে গোটা দেশের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।