ফলো আপ: মধুপুরে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, অভিযুক্ত ধর্ষক আটক

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুুর (টাঙ্গাইল): মধুপুরে শিশু ধর্ষণ বিষয়ে স্থানীয়দের করা সালিশ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্ত নারায়ণ চন্দ্র গৌড়কে (৫০) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

শনিবার শিশুটির মা বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্র গৌড়কে চাড়ালজানীর বাসা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে।

জবানবন্দি গ্রহণের জন্য শিশুটিকে টাঙ্গাইলে নেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

এলাকাবাসী জানায়, ১৭ মে বিকেলে মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী নারায়ণ চন্দ্র গৌড় এলাকার দ্বিতীয় শ্রেণির এক শিশুকে চিপসের লোভ দেখিয়ে স্কুল ক্যাম্পাসে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মধুপুর পৌর শহরের চাড়ালজানীতে ধর্ষণের শিকার শিশুটির মামার বাসায় বিচার বসে। বিচারে মাত্র বিশ হাজার টাকা জরিমানা, কানে ধরে উঠ-বস আর কয়েক ঘা জুতা দিয়ে শিশু ধর্ষণের বিচার করেন সালিশদাররা। ধার্যকৃত জরিমানার টাকা রাখা বাকি রাখা হয়।

এ নিয়ে দেশের খবরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।