রংপুরে ইনোভেশন সার্কেল অনুষ্ঠানে সরকারি দফতরে উদ্ভাবনী উদ্যোগর স্বীকৃতি প্রদান

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর বিভাগের বিভিন্ন সরকারি দফতরে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শনিবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

RANGPUR INOVATION PHOTO-(1)- 23.05.2015
উদ্ভাবনী উদ্যোগের জন্য তিন সরকারি কর্মকর্তকে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়

দিনব্যাপী অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকগণ তাদের জেলার নির্বাচিত নাগরিক সেবার ৬০টি  উদ্ভাবনী বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই স্পেশালিষ্ট মানিক মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

ভালো এবং সফল উদ্ভাবনীর উদ্যোগ নেওয়ায় অনুষ্ঠানে রংপুর বিভাগের নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক, ঠাকুরগাঁও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শিক্ষা কর্মকর্তা রফিক উজ জামান এই তিন জনকে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।