শেরপুরে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসন নিয়ে উচ্চপর্যায়ের এক আলোচনা সভা শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আইইউসিএন ও বন বিভাগের স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রজেক্ট (এসআরসিডব্লিউপি)-এর সহায়তায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ সভার আয়োজন করে।

Sherpur-1
শেরপুরে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা

এতে মানুষ ও বন্যহাতির মধ্যে দ্বন্দ্বের কারণ ও প্রভাব এবং এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে মাঠপর্যায়ের গবেষণার আলোকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইইউসিএন এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআরসিডব্লিউপি জাতীয় বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রকল্প পরিচালক উপ-প্রধান বন সংরক্ষক মো. আকবর হোসেন, পাখি ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. ইনাম আল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বন্যাহাতি উপদ্রুত এলাকার ভুক্তভোগী অধিবাসী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা, এনজিও প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ অন্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন সংক্রান্ত বন বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।