মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের শ্রমিক বিরজু তাঁতীকে (২৭) জবাই করে হত্যা করা হয়েছে।
শনিবার ভোরে পুলিশ জবাই করা লাশটি উদ্ধার করে। বিরজু তাঁতী একই ইউনিয়নের সোনাছড়া চা বাগানের শ্রমিক কুমার তাঁতীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাগানের শ্রমিকরা ভোরে সাত নম্বর সেকশনে বিরজুর গলা কাটা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিল জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।