রতন সিং, দিনাজপুর: শনিবার রাতে দিনাজপুরে ঘূর্ণিঝড়ে এক অন্তঃসত্বা নারী, নানা-নাতিসহ চারজন মারা গেছেন। ঝড়ে আহত হয়েছে অর্ধশতাধিক।
ঝড়ে শতশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। খুঁটি ভেঙে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার দিবাগত রাতে দু দফায় ঘুর্ণিঝড় বয়ে যায় সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, নবাবগঞ্জসহ আশপাশের এলাকায়। দেয়াল ধসে ও গাছ চাপা পড়ে ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুলচন্দ্র রায়ের অন্তঃসত্বা স্ত্রী মিতু রায় (২২), নবাবগঞ্জ উপজেলার হাতিশাল সিরাজুল ইসলাম (৬০) ও তার নাতি সাব্বির (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়া গ্রামের আলেয়া বেগম (৬৫) মারা যায়।
সদর, চিরিরবন্দর, ফুলবাড়ী, নবাবগঞ্জসহ বেশ ক’টি উপজেলার কয়েক শ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে গেছে বা ভেঙে পড়েছে গাছপালা। এতে লিচু ও আমের ব্যাপক ক্ষতি হয়।
সদর উপজেলার নশিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে বৈদুতিক খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন স্থানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও মহাসড়কে গাছ ভেঙে পড়ায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যোগাযোগে বাধা সৃষ্টি হয়। রোববার সকাল ১১টার পরে সড়কের গাছ সরানো হলেও দুপুর পর্যন্ত ছিল যানজট।
দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী চারজন মারা যাবার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারকে অর্থ সহায়তা দেয়া হবে এ ছাড়া ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী প্রদান করা হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্বাবধানে ক্ষতির তালিকা নিরূপণ করা হচ্ছে বলে জানান তিনি।
চ্যানেল ২৪ এর তৃতীয় বর্ষপূর্তিতে অনুষ্ঠান
রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাবে কেক কেটে চ্যানেল ২৪ এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাপ্তাহিক পূর্ণভবার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি। এ সময় তারা চ্যানেল ২৪ এর উত্তোরত্তর সাফল্য কামনা করেন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে চ্যানেলটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টিভির সালাহউদ্দিন আহমেদ, দেশ টিভির আবুল কাশেম, বৈশাখী টিভির একরাম তালুকদার, এটিএন নিউজের হুমায়ুন কবির, আরটিভির আনিস আহমেদ দুলাল, চ্যানেল নাইন-এর মোফাচ্ছেরুল রাশেদ, দৈনিক জনতার শামীম রেজা, বিডি নিউজের মোর্শেদুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রিয়াজুল ইসলাম, দিনাজপুর ফটো জার্নালিস্ট এ্যাসোশিয়েশনের জিন্নাত হোসেনসহ অন্যরা।
নজরুল উৎসবের উদ্বোধন
রোববার দিনাজপুর শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দু দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন দিনাজপুরের সঙ্গীতজ্ঞ ওস্তাদ সাইমুদ আলী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আসফ-উদ-দৌলা জুয়েল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, শিল্পকলা একাডেমির পরিচালক ও গ্যালারি ষড়ং এর পরিচালক মো. রাজিউদ্দিন চৌধুরী ডাবলুসহ অন্যরা।