নাশকতার মামলায় বিএনপি নেতা রাসিক কাউন্সিলর গ্রেফতার

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন টুনুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর সোয়া একটার দিকে নগরীর পুলিশ লাইন শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু নাশকতার একাধিক মামলার এজাহার নামীয় আসামি। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে তার চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।