মংলায় বন্দর শ্রমিকদের বিক্ষোভ, কর্মচারী ইউনিয়নের ধর্মঘটের সঙ্গে একাত্মতা

জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): কাস্টমস কর্তৃপক্ষের হয়রানির প্রতিবাদে প্রতিবাদে মংলা বন্দর এলাকায় শনিবার বিকেলে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে এসে মংলা শুল্কভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তৃতা করেন শ্রমিক সরদার কালাম শিকদার, মো. মুনসুরসহ অন্যরা। বক্তারা কাস্টমসের হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিএ‍্যান্ডএফ কর্মচারীদের চলমান ধর্মঘটের সাথে একা্ত্মতা প্রকাশ করেন।

mongla protest
বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল।

শনিবার সকালে সিএ্যান্ডএফ কর্মচারীদের আন্দোলনের সাথে একা‌ত্মতা ঘোষণা করে শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন, খুলনা ও বাগেরহাট চেম্বার।

 

সিএ্যান্ডএফ কর্মচারীদের ধর্মঘটের কারণে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে। দ্রুত সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন শ্রমিকেরা।

মংলা বন্দরের অচলাবস্থা নিরসনে খুলনা চেম্বারের পক্ষ থেকে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দেওয়া হয়েছে।
কাস্টমসের হয়রানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে সিএ্যান্ডএফ কর্মচারীরা মংলা কাস্টমস্ হাউজ ও মংলা বন্দর এলাকায় বুধবার থেকে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু করেন।