রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পেছনের একটি ড্রেন থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই অটোরিকশা চালকের নাম নাহিদ (২৫)। রবিবার সকাল সোয়া ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের বাড়ি নগরীর কয়েরদাড়া এলাকায়।
নগরীর শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, সকালে ড্রেনের মধ্যে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, কয়েকদিন আগে থেকে নাহিদ অটোরিকশা চালানো শুরু করে। শনিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। গতকাল সকালে তার লাশ পাওয়া যায়। অটোরিকশা ছিনতাই চক্রের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।