সড়ক দুর্ঘটনা ও ঝড়ে রংপুরে নিহত ৫, আহত ১৫

আপডেট

জয়নাল আবেদীন, রংপুর: সড়ক দুর্ঘটনায় চারজন ও ঝড়ে গাছ চাপায় একজন মারা গেছে। এসব ঘটনায় আহত হয়েছে ১৫ জন ।

রোববার সকালে রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রেবাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষে কামরুজ্জামান নামে এক যুবক মারা যায়। মাইক্রোচালক এবং গাড়িটির অন্য এক যাত্রীও আহত হয়। পীরগঞ্জের আংরার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের বাড়ি মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামে। তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো করেছে ।

অন্য ঘটনায় সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহা সড়কের হাজিরহাটেবিআরটিসি বাসের সঙ্গে মাহেন্দ্র অটোর সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয় ও ১০ জন আহত হয়।

rangpur accident
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস।

রাতে কালবৈশাখী ঝড়ের সময় একটি অটোতে করে যাত্রী নিয়ে রংপুর থেকে কাউনিয়া যাওয়ার পথে মীরবাগ সড়কের বুড়াইলের ব্রিজের কাছে অটোটিতে গাছের ডাল ভেঙে পড়লে চালক ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।