আপডেট
জয়নাল আবেদীন, রংপুর: সড়ক দুর্ঘটনায় চারজন ও ঝড়ে গাছ চাপায় একজন মারা গেছে। এসব ঘটনায় আহত হয়েছে ১৫ জন ।
রোববার সকালে রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রেবাস ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষে কামরুজ্জামান নামে এক যুবক মারা যায়। মাইক্রোচালক এবং গাড়িটির অন্য এক যাত্রীও আহত হয়। পীরগঞ্জের আংরার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের বাড়ি মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামে। তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো করেছে ।
অন্য ঘটনায় সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহা সড়কের হাজিরহাটেবিআরটিসি বাসের সঙ্গে মাহেন্দ্র অটোর সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয় ও ১০ জন আহত হয়।
রাতে কালবৈশাখী ঝড়ের সময় একটি অটোতে করে যাত্রী নিয়ে রংপুর থেকে কাউনিয়া যাওয়ার পথে মীরবাগ সড়কের বুড়াইলের ব্রিজের কাছে অটোটিতে গাছের ডাল ভেঙে পড়লে চালক ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।