মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া মধুখালী বনাঞ্চল থেকে কেওড়া গাছ কাটার হিড়িক পড়েছে। শনিবার রাতে বনাঞ্চল থেকে ১২/১৫ টি কেওড়া গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। রবিবার সকালে বনকর্মীরা ১২ মন কাঠ জব্দ করলেও কেটে নেওয়া গাছ কিংবা বনদস্যুদের গ্রেফতার করতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, সয়ন, ফারুকসহ স্থানীয় একটি চক্র এ গাছ উজাড়ের সাথে জড়িত। বন কর্মকর্তারা নিরব থাকায় ইতিমধ্যে বনাঞ্চলের বিভিন্ন পয়েন্টে গাছ উজাড় করে ৩০/৪০টি বসত ঘর নির্মাণ করা হয়েছে।
বনকর্মী আমানুর রহমান জানান, তিনি কেটে নেওয়া গাছের ১২ মন কাঠ জব্দ করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।