কলাপাড়ায় কেওড়া বন উজাড় করছে স্থানীয় চক্র

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া মধুখালী বনাঞ্চল থেকে কেওড়া গাছ কাটার হিড়িক পড়েছে। শনিবার রাতে বনাঞ্চল থেকে ১২/১৫ টি কেওড়া গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। রবিবার সকালে বনকর্মীরা ১২ মন কাঠ জব্দ করলেও কেটে নেওয়া গাছ কিংবা বনদস্যুদের গ্রেফতার করতে পারেনি।

SAMSUNG CAMERA PICTURES

স্থানীয়দের অভিযোগ, সয়ন, ফারুকসহ স্থানীয় একটি চক্র এ গাছ উজাড়ের সাথে জড়িত। বন কর্মকর্তারা নিরব থাকায় ইতিমধ্যে বনাঞ্চলের বিভিন্ন পয়েন্টে গাছ উজাড় করে ৩০/৪০টি বসত ঘর নির্মাণ করা হয়েছে।

বনকর্মী আমানুর রহমান জানান, তিনি কেটে নেওয়া গাছের ১২ মন কাঠ জব্দ করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।