আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও-ভালুকা সড়কের তেজপাতা মার্কেটের সামনে মোটরসাইকেল চাপায় লাইলী বেগম (৪৫) নিহত ও চালক অমিত মিয়া আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় ষোলহাসিয়া গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী লাইলী বেগম রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে লাইলী বেগম ও মোটরসাইকেল চালক অমিত মিয়া আহত হয়। পরে স্থানীয় লোকজন দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে লাইলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে লাইলী বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গফরগাঁও থানার ওসি আবু ওবায়েদা খান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।