প্রতিনিধি, গোপালগঞ্জ: পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে কোটালীপাড়া থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার কোটালীপাড়া থানার হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী রানী সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক সরদার, ইউপি চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান বুলু , সমাজ সেবক আব্দুল আউয়াল শেখ, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন, এসআই তোতা মিয়া, এএসআই শাহ্ আলম বক্তব্য রাখেন।