হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাংচুর ও চিকিৎসকদেরকে মারপিটকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চিকিৎসকরা। সোমবার দুপুরে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
গত শুক্রবার এক রোগীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ এনে এলাকার কয়েক হাজার লোক টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় কর্তব্যরত এক ডাক্তার ও এক নার্সকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে শনি ও রোববার গোপালগঞ্জের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছিলেন চিকিৎসকরা। জনগণের দুর্ভোগ কমাতে এবং দোষীদের শাস্তির বিষয়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতের সোমবার থেকে সাতদিনের জন্য ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ।