টুঙ্গিপাড়া হাসপাতালে হামলাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি

হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাংচুর ও চিকিৎসকদেরকে মারপিটকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন চিকিৎসকরা। সোমবার দুপুরে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

bma memorendum to gopalganj DC for attackers trial
বিএমএর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

গত শুক্রবার এক রোগীকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ এনে এলাকার কয়েক হাজার লোক টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় কর্তব্যরত এক ডাক্তার ও এক নার্সকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে শনি ও রোববার গোপালগঞ্জের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছিলেন চিকিৎসকরা। জনগণের দুর্ভোগ কমাতে এবং দোষীদের শাস্তির বিষয়ে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতের সোমবার থেকে সাতদিনের জন্য ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ।