তীব্র তাপদাহে ভারতে ৪০০ জনের মৃত্যু

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে তীব্র তাপদাহে ৪০০ জনের বেশি মানুষ মারা গেছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে হিন্দুস্তান টাইমস পত্রিকার খবরে জানানো হয়েছে।

indian die of heat stroke
তীব্র গরমে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন হায়েদ্রাবাদের এক ভ্যানচালক।

অন্ধ্রপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী বুধবার থেকে রোববারের মধ্যে এ রাজ্যে প্রায় ২৫০ জন মারা যায়। অন্যদিকে তেলেঙ্গানা রাজ্যে তাপদাহজনিত কারণে মধ্য এপ্রিল থেকে ১৮৬ জন মারা যায়।  রোববার এ রাজ্যের খাম্মান জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

নিহতেদর বেশিরভাগই বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। তাদের অনেকেই রোদের সময় কাজ করছিলেন। পানিশূন্যতা ও হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়।