মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার হাছানাগাঁও গ্রামে আজ (সোমবার) বিকেলে বজ্রপাতে একই বাড়ির শিশু মারা গেছে। এ সময় ওই বাড়ির আরও পাঁচজন আহত হয়। নিহতরা হলো কালাচানের মেয়ে ঝুমা আক্তার (৯) ও ইব্রাহিমের মেয়ে মারজিনা আক্তার (১১)।
আহত রোকসানা আক্তার (১২), আকলিমা (১৭), হাফিজা (৭), কল্পনা (৩৩) ও টুনি (৪) নামে পাঁচজনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই একই বাড়ির বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে হতাহতদের বাড়ির একটি টিনশেড ঘরের ওপরে হঠাৎ বাজ পড়ে। ঝুমা ও মারজিনা সঙ্গে সঙ্গেই মারা যায়। অন্যরা গুরুতর আহত হয়।