মানবতা ও গণতন্ত্রবিরোধীদের আইনি সহায়তা না দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

 

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): মানবতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রবিরোধী এবং সন্ত্রাসীদের আইনি সহায়তা না দিয়ে ন্যায়ের পক্ষে আইনের শাসন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। রোবার সন্ধ্যায় পাবনা জেলা বার সমিতি কর্তৃক ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা এবং পাবনা জেলার সার্বিক উন্নয়নে অবদান রাখায় ভূমিমন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আইনজীবীদের প্রতি এ আহ্বান জানান।

ভূমি মন্ত্রী বলেন, সমাজে ন্যায়ের বিচ্যূতি ঘটলেই আইনজীবীরা পরামর্শ প্রদানের মাধ্যমে আইনের শাসন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধীদের সাথে কোনও আপোস নেই। দল-মত নির্বিশেষে সকলকেই আইন মেনে চলতে হয়। মন্ত্রী আইনের শাসন ও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

minister for land in pabna
অ্যাডভোকেট বারের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে সম্মাননা প্রদান করা হচ্ছে।

ভূমিমন্ত্রী পদ্মা নদীর পাড়ে একটি সার কারখানা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তিনি পাবনার ঐতিহাসিক ১৩২ বছরের পুরনো পাবনা জেলা বার সমিতির জরাজীর্ণ ভবন সংস্কার বা নির্মাণে এবং পাবনা বারসংলগ্ন পাশের সরু রাস্তা সম্প্রসারণে পর্যায়ক্রমে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

পাবনা জেলা অ্যাডভোকেট বারের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আবদুর রহিম খান, তফিজ উদ্দিন, মির্জা আজিজুর রহমান, জহির আলী কাদেরী, আবদুল মতিন মিয়া, মোস্তাফিজুর রহমান খান কামাল, আজিজুল হক, শাহ আলম, বেলায়েত আলী বিল্লু, মোকতার হোসেন, হেলাল উদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।