মালেশিয়ার জঙ্গলে মানবপাচারকারীদের ২৮টির বেশি পরিত্যাক্ত বন্দিশিবিরে ১৩৯টি কবরের সন্ধান পাওয়া গেছে। থাইল্যান্ডের সীমান্তবর্তী ওয়্যাং কেলিয়ান এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে এসব কবরের সন্ধান পায় পুলিশ।
মালেশিয়া পুলিশের মহাপরিদর্শক তান শ্রী খালিদ আবু বকর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, মে মাসের ১১ তারিখ থেকে পাচারকারীদের এসব পরিত্যক্ত ক্যাম্পের খোঁজ পেতে থাকে পুলিশ। [ভিডিও]
পুলিশপ্রধান সাংবাদিকদের জানান, এসব কবরে বাংলাদেশী না রোহিঙ্গাদের সমাহিত করা হয়েছে সে সম্পর্কে এখনো তারা ধারণা পাননি। কতজনকে সমাহিত করা হয়েছে এখনও তা জানা যায়নি। তবে আজ থেকে লাশ উত্তোলনের কাজ শুরু করা হবে।