কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীতে চালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ৪১৫ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে র্যাব। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো ট্রাকচালক গোদাগাড়ীর সুলতানগঞ্জের আলমগীর হোসেন (২২), হেলপার চাপাইনবাবগঞ্জের শিয়ালকলোনী এলাকার আবদুল্লাহ (১৯), গোদাগাড়ীর সুলতানগঞ্জের সারিকুল ইসলাম (১৯), চাঁপাইনবাবগঞ্জের মহরাপুর গ্রামের জনি মিয়া (২০) এবং নরেন্দ্রপুর গ্রামের হুমায়ন (৪২)।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে চেকপোস্ট বসায়। বেলা সোয়া ১২টার দিকে ওই এলাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চালবাহী একটি ট্রাক যাওয়ার সময় তাতে তল্লাশি চালায় র্যাব। এ সময় সেখান থেকে ৪১৫ বোতাল ফেন্সিডিল উদ্ধার করা হয়।