কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম। রবিবার ফ্যাক্স ও ডাকযোগে এ চিঠি দেন নুরুন্নাহার বেগম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ফৌজদারি মামলার কারণে পলাতক। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে। প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব গ্রেফতার হয়ে কারাগারে। প্যানেল মেয়র-২ মো. টুটুল ফৌজদারি মামলার কারণে পলাতক আছেন। আইন অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে এখন তার দায়িত্ব পাওয়ার কথা। বরখাস্ত হওয়ার আগে মেয়র তাকে দায়িত্ব দেন। তিনিও দায়িত্ব চেয়ে ১২ মে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়নি।
প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম জানান, আইন অনুযায়ী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে তার দায়িত্ব নেওয়ার কথা। তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে পুলিশ প্রতিদিনই তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এ কারণে দায়িত্ব পেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
গত ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাসিকের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে। বুলবুলের বিরুদ্ধে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ একাধিক নাশকতার মামলা আছে। এছাড়া আদালত তার নামে দেওয়া চারটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন।