শেরপুর ডিএসএ দাবায় চ্যাম্পিয়ন রউফ আজিজ

প্রতিনিধি, শেরপুর: জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সদর উপজেলার আব্দুর রউফ আজিজ এবং রানারআপ হয়েছে নকলার সোহেল রানা। চূড়ান্তপর্বে নয় রাউন্ডের খেলায় সর্বোচ্চ সাত পয়েন্ট অর্জন করে প্লে-অফ ম্যাচে সোহেল রানাকে পরাজিত করে রউফ আজিজ ২০১৫ সালের শিরোপা লাভ করেন।

sherpur dsa chess 2015 final
প্রতিপক্ষের বিপক্ষে চাল দিতে যাচ্ছেন রউফ আজিজ।

চ্যাম্পিয়ন হওয়ায় রউফ আজিজ বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত ৪১তম জাতীয় বাছাই দাবা চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। রবিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয়পর্বে অংশগ্রহণকারী ১০ জন দাবাড়ুর মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী প্রথম পাঁচজন আগামী বছর চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবেন। চ্যাম্পিয়ন-রানারআপ ছাড়া অন্যরা হলেন নকলার আমিরুল ইসলাম (সাড়ে ৬ পয়েন্ট), সদরের মাইনুদ্দিন পাশা (সাড়ে ৬ পয়েন্ট) ও নকলার আহসান হাবীব (সাড়ে ৫ পয়েন্ট)।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এবারের দাবা প্রতিযোগিতায় জেলার ৩০ জন খেলোয়াড় অংশ নেন। প্রাথমিকপর্বে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতির খেলা শেষে চূড়ান্ত পর্বে ১০ জনকে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।