সৌদিতে বিনাখরচে গৃহকর্মী নিয়োগের বাছাই চলছে রংপুরে

জয়নাল আবেদীন, রংপুর:  সৌদি আরবে সম্পূর্ণ বিনা খরচে নারী গৃহকর্মী নিয়োগের বাছাই পর্ব চলছে বিভাগীয় নগরী রংপুরে। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর মুলাটোলা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চত্বরে এই বাছাই পর্ব চলে এবং মঙ্গলবার পর্যন্ত বাছাই চলবে বলে জানা গেছে।

ZAINAL RANGPUR SAUDI FEMALE SENT PHOTO (3)==24-05-15 .doc
সৌদিতে বিনাখরচে গৃহকর্মী নিয়োগের বাছাই চলছে  রংপুরে

বাছাইকৃতদের ১৬ থেকে ২০ হাজার টাকা মাসিক বেতন, দুই বছর চাকুরির মেয়াদ, থাকা-খাওয়া-চিকিৎসা ফ্রি এবং সেইসাথে সরকারি অর্থায়নে বাসস্থান সুবিধাসহ হাউজ কিপিং, আরবি রান্না, আরবি ভাষার উপর প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার ৫০ জনের মত বিভিন্ন বয়সের নারী সৌদি যাওয়ার আগ্রহ নিয়ে বাছাইপর্বে অংশ নিলেও নানা সমস্যার কারণে অনেককেই বাদ পরেছেন। কারণ এদের কেউ শারিরীক প্রতিবন্ধী, কারো বয়স ৫০ এর উপরে, আবার কারো বয়স ২০বছর অতিক্রম করেনি।

এসব মাপকাঠি বিচারে প্রথমদিনে চূড়ান্ত বাছাই হয়েছে ১৭ জন। সরকার অনুমোদিত মের্সাস আল-ফাত্বিন ইন্টারন্যাশনাল, মেসার্স মনসুর আলী ওভারসিস এন্ড ট্রাভেলস এবং মেসার্স একুরা ট্রেড ইন্টারন্যাশনাল লি: এই তিনটি রিক্রুটিং কর্তৃপক্ষ নারীকর্মী বাছাইপর্বের কাজ সম্পন্ন করছেন।