‘হত্যা, খুন, ধর্ষণ, মানবপাচাররোধে সরকার চেষ্টা করছে’ কাজী জাফর উল্লাহ

মীর মনিরুজ্জামান, নেত্রকোনা: হত্যা, খুন, ধর্ষণ, সাগর পথে মানবপাচার বৃদ্ধিসহ সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ সোমবার নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে এতো জনগণ, এতো বড় পপুলেশন, কিছুতো ছিটাফোঁটা সমস্যা থাকবেই। সব জায়গাতেই থাকে। ভাত খেতে বসলে প্লেট থেকে দু’একটা ভাত পড়বেই। তিনি আরো বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, যে সব ঘটনা ঘটছে সেগুলো দ্রুত আমাদের নিয়ন্ত্রণে রেখে জনগণকে সন্তুষ্ট করতে।

pic
কাজী জাফর উল্লাহ নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন

সিলেটে ব্লগার অনন্ত দাস হত্যা, ঢাকায় জোড়াখুনসহ সম্প্রতি দেশে হত্যার ঘটনা বেড়ে যাওয়া, ঢাকায় পহেলা বৈশাখে নারী নির্যাতন, মাইক্রোবাসে গারো নারী ধর্ষণ, সাগর পথে মানবপাচার বৃদ্ধিসহ বিভিন্ন ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশে দুই একটা ঘটনা ঘটছে সেটা আমরা অস্বীকার করিনা।

এ সময় তার সাথে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সম্পাদক আহমদ হোসেন, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, নজরুল ইসলাম খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কাজী জাফর উল্লাহ নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন।