রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী শাখার উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার প্রমুখ ।