কোটচাঁদপুরে আমে ফর্মালিন দেওয়ার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের কোটচাঁদপুরে আমে ফর্মালিন দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত এক আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।

mango
ফর্মালিন দেওয়ার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

সোমবার সকালে কোটচাঁদপুর আখসেন্টার পাড়ার আম ব্যবসায়ী শহিদুল ইসলাম পৌর কবরস্থানের কাছে আম বাগানের আম পাড়ে এবং নেংড়্যা জাতের ওই আমে দ্রুত রং আনার জন্য বাগানেই ফর্মালিন স্প্রে করে। এ সময় গোপন সংবাদ পেয়ে কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সংবাদ পেয়ে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেনও ঘটনাস্থলে আসেন।

ঝিনাইদহের এনডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমে ফর্মালিন দেওয়ার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। আম ব্যবসায়ী শহিদুল তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে কারাদণ্ড থেকে রেহায় পায়। পরে ফর্মালিন মিশ্রিত আমগুলি নষ্ট করা হয়।