নার্সিং কলেজের শিক্ষার্থীর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদ, কলেজ ছুটি ঘোষণা

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর নার্সিং কলেজের এক শিক্ষার্থীর উপর যৌন নির্যাতনের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দেওয়ায় কলেজ অধ্যক্ষ সোমবার (২৫ মে) থেকে ৫ জুন পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন ।

RANGPUR NURSING PHOTO003
অধ্যক্ষের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ

রোববার অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান এবং বিক্ষোভ প্রর্দশন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ ক’দিন আগে নার্সিং কলেজের মেয়েদের হোস্টেলে ভেন্টিলেটর ভেঙ্গে বহিরাগত এক যুবক সেখানে প্রবেশ করে এক শিক্ষার্থীর উপর যৌননির্যাতন চালায়। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে বহিরাগত সস্ত্রাসী পালিয়ে যায়। এ ঘটনার পর হোস্টেলের ছাত্রীরা কলেজ প্রশাসনকে যৌননির্যাতনকারীকে গ্রেফতার ও ছাত্রী হোস্টেলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়।
প্রশাসন এ বিষয়টি আমলে না নেওয়ায়  ছাত্রী হোস্টেলের  আশপাশের বহিরাগতদের উৎপাত বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় পরে। এ পরিস্থিতিতে বিক্ষুদ্ধ ছাত্রীরা জোট বেধে রোববার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

RANGPUR NURSING PHOTO01
হল ত্যাগ করছে শিক্ষার্থীরা

এ সময় তারা যৌননির্যাতনকারীকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও ছাত্রীদের নিরাপত্তার দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজে ধর্মঘটসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ সোমবার থেকে ৫ জুন  পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে  হল ত্যাগের নিদের্শ দেন ।