বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ৩ কোটি টাকার ক্ষতি

মুশফিক আরিফ, বরগুনা: বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রেস্তোরাঁ ও আবাসিক হোটেলসহ দু শ’র বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে পৌর সুপার মার্কেটের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

barguna fire
বরগুনা পৌর মার্কেটের পেছনে লাগা ভয়াবহ আগুনের লেলিহান শিখা। ছবি: মুশফিক আরিফ

ফায়ার সার্ভিসের বরগুনা এবং আমতলীর দুটি ইউনিট আগুন প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে হোটেল বে অব বেঙ্গল চাইনিজ রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, মোবাইল ফোন, গার্মেন্টস, ইলেক্ট্রনিক্স ও স্টেশনারি দোকান রয়েছে। এছাড়া বিভিন্ন শো রুমের গুদামঘরও পুড়ে গেছে। এসব গুদামে টিভি, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল ছিল।

আগুনে অন্তত ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪৬) এবং ফায়ারফাইটার আবুল কাসেমসহ (৪০) অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কয়েক হাজার সাধারণ মানুষ আগুন নেভানোর কাজে অংশ নেন।  বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনোরঞ্জন সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে আনার কাজে দুটি ইউনিটের পাঁচটি পাম্প দিয়ে কাজ করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।