মধুপুরে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে টাঙ্গাইলের মধুপুরে প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নির্যাতিত ওই তরুণী স্থানীয় মানবাধিকার সংগঠনের সহযোগিতায় সোমবার রাতে মধুপুর থানায় এ মামলা করেন।

মধুপুর উপজেলার এক দরিদ্র পরিবারের ওই তরুণী লিখিত অভিযোগে জানান, মোবাইল ফোনে মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের হুমায়ুন আহম্মেদ ওরফে গেন্দার ছেলে রবিউল ইসলাম রবির (২০) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুযোগে রবি বিয়ের কথা বলে তরুণীকে ২৩ মে বাড়ি থেকে বের করে আনে এবং কাকরাইদ এলাকার কোনও এক স্থানে নিয়ে ধর্ষণ করে।

পরে রবি ওই তরুণীর ব্যবহৃত মোবাইল ফোন রেখে তরুণীকে বাড়িতে পাঠিয়ে দেয়। নিরুপায় হয়ে সে বাড়ি ফিরে নানা গঞ্জনার শিকার হয়। মাকে নিয়ে সোমবার রাতে মানবাধিকার বাস্তবায়ন পরিষদ, মধুপুর শাখায় এসে আইনী সহায়তা নিয়ে সে মধুপুর থানায় মামলা দায়ের করে।

এ ব্যাপরে মধুপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, মামলা  নেওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।