একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা জাহাজশ্রমিক আক্তারের পরিবার

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: চট্টগ্রামে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আক্তার হোসেনের (২৬) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাতে নামাজে জানাজা শেষে উপজেলার চরফলকন এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ওই দিন সন্ধ্যায় আক্তারের লাশ তার নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় তার বৃদ্ধা মা, স্ত্রী, মেয়ে ও ভাই-বোনসহ আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আক্তারের আত্মীয় ও স্থানীয় পাটারীরহাট ইউপি সদস্য মো. জাফর ইকবাল জানান, বাবা আবদুর রশিদ মারা যাওয়ার পর আক্তার হোসেন মা, এক ভাই ও তিন বোনের সংসারের হাল ধরেন। অভাব-অনটনের কারণে পড়া-লেখায় এগুতে না পারা আক্তার এরই মধ্যে বিয়ে করে এক কন্যা সন্তানের বাবাও হন। পুরো পরিবারের দায়িত্ব কাঁধে পড়ায় সাংসারের বাড়তি খরচ মেটাতে অধিক উপার্জনের আশায় কয়েক বছর আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে চলে যান চট্টগ্রামে। সেখানে গিয়ে নিজে চাকুরি নেন লাইটার জাহাজে আর স্ত্রী ঝর্ণা আক্তারের (২৪) চাকুরি হয় পোশাক তৈরির একটি কারখানায়। স্বামী-স্ত্রী’র আয়ে মোটামুটি ভালোই চলছিল তাদের পরিবার। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা ওই পরিবারের সকল সুখ আজ কেড়ে নিয়েছে। তিনি বলেন, ‘একমাত্র উপার্জনক্ষম এ ব্যক্তিকে হারিয়ে পরিবারটি আজ দিশেহারা হয়ে পড়েছে।’

আক্তারের স্ত্রী ঝর্ণা আক্তার জানান, তার শাশুড়ী (আক্তারের মা) অজিফা বেগম (৬০) দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন। মা’র চিকিৎসা ও সংসারের খরচের জন্য আক্তার প্রতিমাসের শুরুতেই বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে টাকা পাঠিয়ে দিতেন। কিন্তু এখন কী হবে তারা সে প্রশ্নের কোনো উত্তর ভেবে পাচ্ছেন না।

তিনি আরও জানান, আক্তারের মৃত্যুর পর থেকে তাদের একমাত্র কন্যা আর্নিকা আক্তার (৫) কিছু খেতে  চাচ্ছে না। শুধু আব্বু আব্বু বলে সারাক্ষণ চিৎকার করছে।

ঝর্ণা আক্তার বলেন, ‘আমাদের এ অসহায় অবস্থায় আমার স্বামীর জাহাজের মালিক যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে অসুস্থ বৃদ্ধা শাশুড়ী ও ছোট্ট এ শিশুকন্যা নিয়ে বেঁচে থাকার কোনো উপায় আমার থাকবে না।’

বৃহস্পতিবার (২১ মে) সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার মাতব্বর ঘাট এলাকায় ওটি তাসবীর-৩ নামের একটি জাহাজের ইঞ্জিনে কাজ করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডে জাহাজের তিন শ্রমিক দগ্ধ হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে জাহাজের লস্কর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আক্তার হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে মারা যান।