গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়। মঙ্গলবার সকালে উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সকালে ঝিরিঝিরি বৃষ্টি চলাকালে ছয়বাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে দুই দল কিশোর ফুটবল খেলছিল। সকাল নয়টার দিকে বজ্রপাত হলে কিশোর কামরুল ইসলাম (১৩) ঘটনাস্থলেই মারা যায়। কামরুল ছয়বাড়িয়া গ্রামের হবি মিয়ার ছেলে। সে ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। এ সময় খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পলাশ (১৫) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র আহাদ (১৩) আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।