গারো তরুণী ধর্ষণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় রাজধানীর কুড়িলে গারো আদিবাসী তরুণীকে গণধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

WP_20150527_024
গণধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলাদেশ গারো ছ্ত্রা সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখা, ঝিনাইগাতী ওয়াইএমসিএ, টিডাব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখা, চাসংগিতালনী ক্লাব, সাংমা মারাক ক্লাব এবং ঝিনাইগাতী আদিবাসী জনগণের যৌথ উদ্যোগে এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ঝিনাইগাতী শাখার টিডব্লিউএ এর চেয়ারম্যান নবেশ খকসী ধর্ষণকারীদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।

ঝিনাইগাতী ওয়াইএমসি’র সভাপতি পবিত্র ম্রং গারো আদিবাসী তরুণী ধর্ষণের ঘটনায় আসামি ধরার ক্ষেত্রে পুলিশের উদাসিনতা উল্লেখ করে বলেন, যে সকল বোনেরা এই ঘটনার শিকার হন তারাই বোঝেন তাদের যন্ত্রণা। সারা জীবন তাদের এটার স্মৃতি বয়ে বেড়াতে হয়। রাজধানীতে যে বোন গণধর্ষণের স্বীকার হয়েছেন সে যেন সুবিচার পায় অপরাধী যেই হোকনা কেন তাদেও সকলকে গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রনু নকরেক বলেন, আমরা এখানে এসেছি গারো বোনের ধষর্ণকারীদের বিচারের দাবিতে। আজ যদি আমার এ বোন সুবিচার না পায় তাহলে এই ঘটনা আরো ঘটবে যে কারোর সাথেই ঘটতে পারে।

এছাড়া আরো বক্তব্য রাখেন, ডেনিশ নকরেক, জাগিরণ চিরান, সোহার্দ্য চিরান প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় তিন শতাধিক আদিবাসী ছাত্র জনতা অংশগ্রহণ করে। মিছিলটি ঝিনাইগাতী ব্রিজ পার থেকে (এসবিসি অফিস) শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। সমাবেশ শেষে উপস্থিত ছাত্র জনতা সকলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করে। স্বারক লিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা মানুষ হিসাবে সমগ্র মানবজাতীকে কলঙ্কিত করেছে। যে নারী এই এই দুখঃজনক ঘটনার শিকার হয়েছে সে আমাদেরই বোন, আমাদেরই মেয়ে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি বলেন, যে কুলাঙ্গার নরপশুরা এটা ঘটিয়েছে  তাদের উপযুক্ত বিচার হোক এটাই চাই। আইন শৃংখরা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে তারা অবশ্যই ধরা পড়বে এবং উপযুক্ত বিচার হবে।

ঝিনাইগাতী উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন এবং সমাবেশ এ সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঙ্কুর মানখিন।