ঝিনাইদহে জামায়াত কর্মীসহ গ্রেফতার ১৮

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) রাতে এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত শফিকুল ইসলাম জানান, রাতে হরিণাকুন্ডু উপজেলা থেকে দুই, সদর থেকে সাত, শৈলকুপা থেকে তিন, কালীগঞ্জ থেকে চার ও মহেশপুর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে জামায়াত কর্মী তারিকুল ইসলামের (৩৫) বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বাকিরা হত্যা, চুরি, ছিনতাই, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি। জামায়াত কর্মী তারিকুল ইসলাম জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের আফতাব হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরের মধ্যে আদালতে পাঠানো হচ্ছে।