দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে বিজিবি সদস্যদের অভিযানে ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ৩শ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেক্টরের বিশেষ অভিযান টিম বিরামপুর উপজেলার রেলঘুন্টি নামকস্থানে ঢাকাগামী ২টি কোচে ৩ জন মাদক ব্যবসায়ীর শরীর তল্লাশী করে ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও কোচের লকার থেকে সাড়ে ৩শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবির অভিযানে পার্বতীপুর থেকে ঢাকাগামী সালমা পরিবহন কোচের যাত্রী আরশাদ আলী (৩৮), নুরুজ্জামান (৪২) ও তাজউদ্দীনের (৪০) শরীর তল্লাশী করে ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ৩ জনের স্বীকারোক্তি অনুযায়ী ওই কোচের লকারে লিচুর ঝুড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সময়ে দিনাজপুর থেকে ঢাকাগামী আরভি ট্রাভেলস কোচ তল্লাশী করে ১১টি লিচুর ঝুড়ি থেকে ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিজিবির সূত্রটি জানায়, ফেন্সিডিলগুলো লিচুর ঝুড়ির মধ্যে অভিনব কায়দায় সাজিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী করে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করা হয়। আটক ৩ জন বগুড়া সদর উপজেলার মাটিঢালী গ্রামের বাসিন্দা। আটক ৩ জনকে বিরামপর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।