শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের দুই শিশু জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। এরা হলো শেরপুর সদর উপজেলার তারাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া তাবাসসুম ঐশী এবং শহরের খরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শেণির শিক্ষার্থী আশা মনি। ২৩ মে ঢাকায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ঐশী ‘ক’ বিভাগের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম স্থান এবং আশা মনি বালিকা ‘ক’ বিভাগে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
দেশের ৬৪ জেলাকে ৮ টি অঞ্চলে ভাগ করে উপজেলা পর্যায় থেকে এ বছর ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু হয়ে ২৩ মে ঢাকায় চূড়ান্ত পর্যায় শেষ হয়। মেধা-মননভিত্তিক ৫৩ বিষয়ে বয়স অনুসারে ‘ক’ ও ‘খ’ দুটি বিভাগে শিশুরা অংশ নিয়ে প্রতিটি বিষয়ে তিনজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে। এ প্রতিযোগিতায় শেরপুর জেলা থেকে ৩ জন শিশু পৃথক ৫ টি ইভেন্টে অংশ নেয়।