শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে বিভিন্ন সময়ে এসিড সন্ত্রাসের শিকার সাত জন তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চেকের মাধ্যমে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছে। বুধবার বেলা ১১ টায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় এসিড সারভাইভাল ফাউন্ডেশনের সহায়তায় শেরপুর জেলা প্রশাসনের মাধ্যমে এ চেক প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, এডিসি (সার্বিক) মো. হায়দার আলী, সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, এনডিসি সামছুদ্দিন মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
আর্থিক অনুদানপ্রাপ্তরা হলো, শেরপুর সদর উপজেলার গোয়াল পাড়া গ্রামের জিন্নাত আলীর মেয়ে ফুল মালা খাতুন, বেতমারি গ্রামের আব্দুর রহিমের ছেলে মামুন মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগম, টিক্কাপাড়া মহল্লার গাজী মিয়ার মেয়ে জোৎ¯œা খাতুন, আলিনা পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে বেনু মালা রীনা, রৌহা গ্রামের আব্দুর রহিম বাদশার স্ত্রী তাহেরা খাতুন এবং সুলতান পুর গ্রামের শাহ আলমের মেয়ে তানিয়া আক্তার।