জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের করমজল (মংলা) বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের পিলপিল নামের কুমিরটি ৬১টি ডিম দিয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কেন্দ্রের পুকুরপাড়ে ডিম পাড়ে পিলপিল। ডিমগুলো ইনকিউবেটরে রাখা হয়েছে। ৯০ দিন ইনকিউবেটরে থাকার পর ডিম থেকে বাচ্চা ফোটার কথা।
এর আগে গত ১২ মে সকালে প্রজননকেন্দ্রের অপর কুমির জুলিয়েটও ৫০টি ডিম দেয়।
প্রজননকেন্দ্রে কুমিরের ডিম সংগ্রহ ও তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার আজাদ কবির ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের প্রাণী রক্ষণাবেক্ষণকর্মী জাকির হোসেন।
প্রজননকেন্দ্রে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ২০২টি কুমির রয়েছে। এছাড়া বিগত বছরগুলোতে এ কেন্দ্রের প্রায় ৭০টি প্রাপ্তবয়স্ক কুমির সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অবমুক্ত করা হয়েছে।
২০০৫ সালে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতাধীন করমজল এলাকায় গড়ে ওঠে দেশের একমাত্র বন্যপ্রাণী ও কুমির প্রজননকেন্দ্র। রোমিও ও জুলিয়েট নামক দুটি কুমির নিয়ে যাত্রা শুরু হয় এ কেন্দ্রের কুমির প্রজননের।