প্রতিনিধি, খুলনা: আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিলের দাবিতে নয় দিনের কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের সময় উপস্থিত ছিলেন আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ, মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম লিটু, সাবেক সাধারণ সম্পাদক সরদার আব্দুল হামিদ প্রমুখ।
কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তারা বলেন, ১৯৬৮ সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত আলীম জুট মিল ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে রাষ্ট্রীয় মালিকানায় আসে। ১৯৮২ সালে বাংলাদেশী মালিকদের অন্তত ৫১ শতাংশ শেয়ার রয়েছে এরকম ৩০টি জুট মিল সেসব মালিকদের কাছে হস্তান্তর করার সরকারি আদেশ জারি করা হয়। পরে এ অনুযায়ী ২৯টি মিল হস্তান্তর করা হলেও মেসার্স আলীম ও সহ-উদ্যোক্তারা ৪১ দশমিক ৬০ শতাংশের বেশি শেয়ার দেখাতে না পারায় মিলটি তাদের কাছে হস্তান্তর করা হয়নি। মিলটি বিজেএমসির নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে।
তারা আরো জানান, পরবর্তীতে ষড়যন্ত্র ও শেয়ার জালিয়াতির মাধ্যমে ৬৬ দশমিক ৬২ শতাংশ শেয়ার দেখিয়ে আদালত থেকে রায় গ্রহণ করেন উদ্যোক্তা পক্ষ। বর্তমানে মিলটি ব্যক্তি তাদের মালিকানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এতে শ্রমিক-কর্মচারীরা আতংকে ভুগছে।
তারা আরও বলেন, বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলিসহ প্রায় দু হাজার শ্রমিক কাজ করেন। এর সঙ্গে ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারসহ নানা পেশার হাজার হাজার মানুষ জড়িত। যদি মিলটি ব্যক্তি মালিকানায় হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে শ্রমিক-কর্মচারীসহ নানা পেশার মানুষ পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টের শিকার হবে।
তারা অবিলম্বে আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বাতিল করার দাবি জানান।