রতন সিং, দিনাজপুর: মাদক রাখার অপরাধে দিনাজপুরে একজনের যাবজ্জীবন জেল হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাহমুদুল করিম বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত এ মামলার রায়ে অপর আসামি বেকসুর খালাস পেয়েছেন।
দণ্ডিতের নাম মো. সিদ্দিকুর রহমান (৪০)। তার বাড়ি বিরল উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। ছয় বছর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তার বাড়ি থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
২০০৯ সালের ৩ মে সকালে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর সার্কেলের একজন পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাড়তি তল্লাশি চালায়। এসময় বাড়ির ভিতর থেকে প্লাস্টিকে মোড়ানো ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী রেজিয়া খাতুনকে আটক করা হয়।
এ নিয়ে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মামলার তদন্ত ও সাক্ষ্য গ্রহণ শেষে সিদ্দিকুর রহমানকে দোষী সাব্যস্ত করে বিচারক রায় প্রদান করেন। রায়ে রেজিয়া খাতুন নিরপরাধ প্রমাণিত হয়ে ছাড়া পান।